Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, দীপাবলির আগে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা।
Weather Update: দীপাবলির আগে দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। সোমবারই পরিণত হতে পারে নিম্নচাপে। কলকাতা-সহ আশেপাশের জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। বর্ষা বিদায় নিলেও আজ পূর্বাভাস মেনেই রাজ্যের জেলায় জেলায় কম বেশি বৃষ্টি হয়েছে। যদিও তাপমাত্রায় খুব একটা ফারাক দেখা যায়নি। বরাবরের মতোই আর্দ্রতাজনিত অস্বস্তি জ্বালা ধরিয়েছে। IMD সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কার বার্তা। পাশাপাশি উত্তরবঙ্গের ৪ জেলাতেও সতর্কবার্তাও জারি করা হয়েছে। আগামীকাল কী অপেক্ষা করছে ? সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া ?
আরও খবর, দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা। সন্ধেয় অনশন তুলে আলোচনায় বসার শর্ত বেঁধে জুনিয়র ডাক্তারদের ডাক সরকারের।সোমবার বৈঠকের জন্য সময়ও নির্দিষ্ট করে ইমেল। জুনিয়র ডাক্তারদের ডেডলাইনের মধ্যেই হাজির মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব। ফোনে কথা মুখ্যমন্ত্রীর। অনশন তোলার অনুরোধ, সোমবার নবান্নে বৈঠকের ডাক। ABP Ananda Live