Weather News : আজ রাজ্যে বাজ পড়ে মৃত ১৭ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রাজ্যে একদিনে বাজ পড়ে মৃত ১৭ । বাঁকুড়ায় মৃত্যু ৯ জনের, পূর্ব বর্ধমানে মৃত ৫ জন, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় মৃত ১ । বাঁকুড়ায় ওন্দায় মৃত ৪, কোতুলপুর, ইন্দাস, জয়পুরে, পাত্রসায়র, বিষ্ণুুপুরে মৃত ৫ জন । পূর্ব বর্ধমানের আউশগ্রাম, মাধবডিহি, মঙ্গলকোট ও রায়নায় মৃত ৫ জন । বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ফলে তৈরি নিম্নচাপ । সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস । উত্তরবঙ্গে কাল থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, জানাল আলিপর আবহাওয়া দফতর নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
WB News Live: ফের হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে বাংলার ৭ পরিযায়ী শ্রমিককে গ্রেফতারির পর হেনস্থার অভিযোগ
ফের হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে বাংলার ৭ পরিযায়ী শ্রমিককে গ্রেফতারির পর হেনস্থার অভিযোগ। বিজেপি শাসিত হরিয়ানায় ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ পরিবারের। এলাকায় কাজ নেই, বাইরে কাজ না করলে খাবে কি ? প্রশ্ন স্থানীয়দের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেনের। হরিয়ানার গুরগাঁওয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতেন হরিশ্চন্দ্রপুরের ৭ বাসিন্দার। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশি সন্দেহে আটকের অভিযোগ। গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচারের অভিযোগ, দেওয়া হচ্ছে না খাবারও বলে অভিযোগ।



















