Cyclone Dana: ঘূর্ণিঝড় ‘দানা’র ল্যান্ডফল কবে ? সর্বোচ্চ কত কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে 'দানা ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা' । বঙ্গোপসাগরে দানা বেঁধে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’ । সাগরদ্বীপ থেকে ৫৭০ কিমি দূরে ঘূর্ণিঝড় ‘দানা’ । ওড়িশার পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড় ‘দানা’র দূরত্ব ৪৯০ কিমি কাল সকালের মধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'দানা' কাল মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় ‘দানা’র ল্যান্ডফল । সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা' । সাগরদ্বীপ থেকে পারাদ্বীপের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘দানা’
আরও খবর..
ঘূর্ণিঝড় ‘দানা’ আছড়ে পড়ার আগেই দানা বেঁধেছে আশঙ্কা। ইয়াসের কথা মনে করে আতঙ্কের প্রহর গুনছেন কাঁথি ১ নম্বর ব্লকের বাসিন্দারা। শৌলা মৎস্য বন্দর থেকে পেটুয়াঘাট মৎস্য বন্দর পর্যন্ত সমুদ্র তীরবর্তী এলাকার মানুষ প্লাবনের আশঙ্কা করছেন। রঘু সর্দার, বাড় জলপাই, বগুড়ান জলপাই, শ্যামরাই, ভোগপুুর, গোপালপুর, জুনপুট, দক্ষিণ কাঁদুয়া-সহ বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হতে পারে। কারণ, এই সমস্ত গ্রাম ও সমুদ্রের মধ্যে কোনও গার্ডওয়াল নেই। ফলে জলোচ্ছ্বাস হলেই জল ঢোকে এই সমস্ত গ্রামে। ইয়াসের সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। অধিকাংশ গ্রামবাসী টানা দেড়মাস বাড়িই ফিরতে পারেননি। ফলে এবার ঘূর্ণিঝড় ‘দানা’র আশঙ্কায় ঘুম ছুটেছে কাঁথি ১ নম্বর ব্লকের বাসিন্দাদের।
ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় শিয়ালদা শাখার ১৯০ ট্রেন বাতিল। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। ক্যানিং, নামখানায় পরিষেবা বন্ধ থাকবে সন্ধে ৭টা থেকে।
বনগাঁ ও হাসনাবাদ শাখাতেও কাল রাত ৮টা থেকে বন্ধ থাকবে পরিষেবা।