WB News : পশ্চিমবঙ্গের রাজনীতিতে অভূতপূর্ব মোড়,ভোটযুদ্ধের আগে 'ধর্মযুদ্ধের' আঁচে ফুটছে রাজনীতি
ABP Ananda LIVE : বিধানসভা ভোটের আগে এবার ধর্মময় পশ্চিমবঙ্গের রাজনীতি! একদিকে মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদের কথা শোনা যাচ্ছে, তো অন্য়দিকে উঠছে রাম মন্দিরের প্রসঙ্গ! ফের একবার ভোটের মুখে ব্রিগেডের বুকে গীতাপাঠ হচ্ছে! গীতা পাঠের পাল্টা কোরান পাঠের রব উঠছে। ভোটের আগে ধর্ম আর রাজনীতিতে পশ্চিমবঙ্গও আষ্ঠেপৃষ্টে জড়িয়ে যাচ্ছে! হুমায়ুন কবীর বাবরি মসজিদের শিলান্য়াস করে তৃণমূলের দিকে যে হুঙ্কার ছাড়ছেন, তারফলে শাসকের সংখ্য়ালঘু ভোটব্য়াঙ্কে ভাঙন ধরবে কি না তা নিয়েও এখন জোর চর্চা চলছে।
আরও খবর...
সীমান্ত এলাকায় বিশেষ নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর
সীমান্ত এলাকায় বিশেষ নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। 'ইতিহাস বিকৃত করে সকলকে বাংলাদেশি তকমা'। 'বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা'। 'ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও কেন পুশব্যাক?' 'পুলিশকে আরও নজরদারি বাড়াতে হবে'। 'মারপিট করতে বলছি না, পুলিশকে এত ভীতু হলে চলবে না'। 'অন্তত নাকা চেকিংটা ঠিক মতো করুন'। 'রাজ্য পুলিশকে নির্ভয়ে কাজ করতে হয়'। 'সীমান্ত এলাকা দিয়ে প্রচুর লেনদেন হচ্ছে'। 'যাঁরা সমালোচনা করছে তাঁরাই এটা খেয়ে যায়'। 'আর দোষ হয় অন্য লোকের', সীমান্ত এলাকায় বিশেষ নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর।



















