WB Election 2021: দুর্গাপুর, দুবরাজপুর থেকে মালদা, প্রার্থী নিয়ে বিক্ষোভে জেরবার বিজেপি
আজ শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়েই, ফের নাম না করে তাঁকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, যাঁরা গদ্দার, মীরজাফর--- তাঁরা আজকে বিজেপি-র প্রার্থী। আর বিজেপি-র পুরনো প্রার্থীরা ঘরে বসে কাঁদছে। পাল্টা জবাব দিতে দেরি করেননি শুভেন্দুও।
বৃহস্পতিবার বিজেপির প্রার্থীতালিকা ঘোষণার পর কলকাতা থেকে জেলায় দলীয় নেতা কর্মীদের ক্ষোভ আছড়ে পড়েছে! কোথাও উপড়ে ফেলা হয়েছে পার্টি অফিস, কোথাও পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন বিজেপি কর্মীরা। জলপাইগুড়ি থেকে ইসলামপুর, করণদিঘিতে থেকে হরিরামপুর, একাধিক জায়গায় চলছে বিক্ষোভ। প্রার্থী বদলের দাবিতে রীতিমতো অনড় বিজেপি কর্মীদের একাংশ।
মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি থেকে উত্তর ২৪ পরগনা। প্রার্থী নিয়ে বিজেপির অন্দরের ক্ষোভ-বিক্ষোভ এখন চরমে। কান্দিতে দলীয় কার্যালয়ের সামনেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির একাংশ। বিষয়টি নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।
কাল খড়গপুরে নরেন্দ্র মোদির জনসভার আগে ক্রমশ চড়ছে পারদ। মোদির মুখও দেখতে চাই না, এগরার সভা থেকে হুঙ্কার তৃণমূল নেত্রীর। আড়াইশো আসন নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতাই, দাবি অভিষেকের। মোদি বিরোধিতা মানে গণতন্ত্রের বিরোধিতা, পাল্টা বললেন শুভেন্দু অধিকারী।
কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পুলিশও থাকুক বুথে। এই মর্মে আজ দিল্লিতে নির্বাচন কমিশনে আবেদন জানাল তৃণমূল। এখনও অবধি নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতদুষ্ট বলেও ফের সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। যথারীতি এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল তরজা।
বারাসাতের বিদায়ী তৃণমূল বিধায়ক, এবং এবারের প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী বলেছেন, মহিলাদের পোশাক নিয়ে সচেতন থাকতে হবে। কোথায় যাচ্ছেন, সেই মেনেই পোশাক পরতে হবে। শ্রাদ্ধ বাড়ির পোশাক, আর ভিড় ট্রেনে ওঠার পোশাক--- কোথায় কী পরবেন, পরিস্থিতি দেখে ঠিক করতে হবে। ২০১২ সালে বারাসাতের একটি ইভ টিজিংয়ের ঘটনার পরও চিরঞ্জিৎ চক্রবর্তীর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল।
কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী মিহির গোস্বামীকে ‘দুর্যোধন’ বলে সম্বোধন করলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। সবার সব কথার জবাব মানুষই ভোটবাক্সে দেবে, পাল্টা বিরোধী শিবিরের যোদ্ধাকে কটাক্ষ নাটাবাড়ির বিজেপি প্রার্থীর।