Bengal Flood Situation: জলে জীবন! দেড়িয়াচক গ্ৰামে বন্য়া পরিস্থিতি পরিদর্শনে BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় | ABP Ananda LIVE
হুগলির খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি। কোনও কোনও জায়গায় প্রায় গলা সমান জল। মাথায় করে জিনিসপত্র নিয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কোলাঘাটের দেড়িয়াচক গ্ৰামে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
খানাকুল - পাঁশকুড়া - উদয়নারায়ণপুর - আমতা। পুজোর মুখে ভাসছে রাজ্যের একাধিক জেলা। ডিভিসি জল ছাড়া আপাতত বন্ধ করলেও, এখনও বহু জায়গাতেই জল জমে। তার ওপরেই নিম্নচাপের ভ্রুকুটিতে বাড়ছে বিপদ। খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। কোমড় নয়, কাঁধ অবধি জল। মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ছে। হাড়ি, কড়াই জলের ওপর ভাসিয়ে নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছতে চাইছেন বাসিন্দারা। জলের তলায় খানাকুলের রাজহাটি ১ নম্বর পঞ্চায়েত অফিস। ব্যাঙ্ক, দোকান সবেতেই প্রায় এক মানুষ সমান জল।
এদিকে জল ঢুকে প্লাবিত কোলাঘাটের দেড়িয়াচক গ্ৰাম। ঘরছাড়া বহু পরিবার। আপাতত তাঁদের ঠাঁই হয়েছে দেড়িয়াচক হাইস্কুলে। এদিন সেখানে পরিস্থিতি পরিদর্শনে যান তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কথা বলেন দুর্গতদের সঙ্গে।