CV Ananda Bose: 'আইনশৃঙ্খলার অবনতি ও পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হোক', মমতাকে চিঠি রাজ্যপালের
ABP Ananda LIVE: রাজ্যে(west bengal) অব্যাহত ভোট-পরবর্তী সন্ত্রাস(post poll violence), মুখ্যমন্ত্রীকে(mamata banerjee) চিঠি রাজ্যপালের(cv ananda bose)। আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে চিঠি রাজ্যপালের, খবর সূত্রের । 'আইনশৃঙ্খলার অবনতি ও পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হোক'। মুখ্যমন্ত্রীকে চিঠি সিভি আনন্দ বোসের, খবর সূত্রের ।'ঘরছাড়া' বিজেপি কর্মীদের রাজ্যপালের সঙ্গে দেখা করানো নিয়ে সংঘাতের মধ্যেই মমতাকে চিঠি বোসের।
নতুন করে প্রদেশ কংগ্রেস কমিটি ঢেলে সাজানোর দায়িত্ব এখন সর্বভারতীয় সভাপতির হাতে। সর্বভারতীয় সভাপতিই সিদ্ধান্ত নেবেন, কে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 'কংগ্রেসের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, খাড়গে সভাপতি হওয়ার পর সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটি অস্থায়ী ভাবে কাজ চালাচ্ছে'। তিনিও পশ্চিমবঙ্গে অস্থায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি, জানালেন অধীর চৌধুরী। বৈঠকে উপস্থিত অধিকাংশ কংগ্রেস নেতাই অধীরের সমর্থনে সওয়াল করেছেন। বিকেল ৪টেয় পরবর্তী বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।