Kolkata News: ১ মাসের মধ্যে ফের গল্ফ গ্রিনে মহিলাকে হত্যা
ABP Ananda Live: ১ মাসের মধ্যে ফের গল্ফ গ্রিনে মহিলাকে নৃশংসভাবে খুন! গল্ফ গ্রিনের রাজেন্দ্র কলোনিতে মহিলার গলার নলি কাটা দেহ। খাটের তলা থেকে নাফিসা খাতুনের রক্তাক্ত দেহ উদ্ধার। শরীরে ধারালো অস্ত্রের আঘাত, খুন বলে অনুমান পুলিশের। মায়ের সঙ্গে ফ্ল্যাটে থাকতেন নাফিসা, কাজ করতেন সাউথ সিটিতে।
তৃণমূলকর্মী খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূলকর্মী জাকির শেখ:
এদিকে, তৃণমূলকর্মী খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূলকর্মী জাকির শেখ। চব্বিশ ঘণ্টা পরে আজও থমথমে মালদার কালিয়াচক। চারদিকে চাপা আতঙ্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যে খুনিদের শাস্তি চাইতেও ভয় পাচ্ছেন নিহত তৃণমূলকর্মীর দাদা! বলছেন, ''শাস্তি চেয়ে কী করব? কালকে আমাকে আবার অ্যাটাক করবে!'' এলাকায় এমনই ভয়ের পরিবেশ, যে চেম্বার খুলতেও সাহস পাচ্ছেন না চিকিৎসকদের কেউ কেউ। খুনিদের ধরতে, স্নিফার ডগ এবং ড্রোন কাজে লাগানো হলেও, এখনও তাদের ধরা যায়নি। অন্য়দিকে মালদার ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।


















