WB News: আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভ
ABP Ananda Live: আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভ। এবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘিতে বিক্ষোভ। নামের তালিকায় গরমিল ও স্বজনপোষণের অভিযোগে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ একাধিক গ্রামের বাসিন্দাদের।
আরও খবর, রাজ্য়ে এলেন, সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দিলেন। বক্তৃতাও দিলেন, কিন্তু তাঁর বক্তব্য়ে কার্যত ব্রাত্য়ই রয়ে গেল, আর জি কর ইস্য়ু। এই নিয়ে বললেন, মাত্র তিরিশ সেকেন্ড! পাশাপাশি, নিহত চিকিৎসকের মা-বাবা, দেখা করতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেও, তাঁদের সঙ্গে দেখা করেননি অমিত শাহ। বিজেপি সূত্রে দাবি, দেখা করলেও, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সেভাবে কিছু করার ছিল না অমিত শাহের, কারণ, গোটা বিষয়টা আদালতে বিচারাধীন, সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত হচ্ছে। পাশাপাশি, বিজেপি সূত্রে এও দাবি করা হচ্ছে, তিনি যদি দেখা করতেন, এবং ঘটনাচক্রে তার পরই যদি, সিবিআই তদন্তে তৎপরতা আরও বাড়াত এবং পদক্ষেপ নিত, তাতে তৃণমূল, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলার সুযোগ পেয়ে যেত।