(Source: ECI/ABP News/ABP Majha)
Barasat News: এবার দত্তপুকুরে রেশন-বিক্ষোভ, ডিউ স্লিপ দিলেও ডিলার রেশন দিচ্ছেন না বলে অভিযোগ
ABP Ananda Live: এবার দত্তপুকুরে রেশন-বিক্ষোভ। ডিউ স্লিপ দিলেও ডিলার রেশন দিচ্ছেন না বলে অভিযোগ। দত্তপুকুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। খবর পেয়ে এলাকায় যান বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী। 'মাত্র ২টি এন্ট্রি মেশিনে ২৫ হাজার গ্রাহক সামলাতে সমস্যা হচ্ছে'। দ্রুত সমাধানের চেষ্টা হচ্ছে, দাবি পঞ্চায়েত সমিতির সভানেত্রীর।
আরও খবর, গোসাবায় মন্ত্রী বঙ্কিম হাজরাকে ঘিরে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ। স্থানীয় বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। '২০২১-এ উপ নির্বাচনের সময় দেড় কোটি টাকা নিয়ে ফেরত দিচ্ছেন না বিধায়ক'। সুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় তৃণমূল বুথ সহ-সভাপতির। মন্ত্রী-সাংসদ-বিধায়কের সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূলকর্মীদের একাংশ। অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে দল, জবাব বিধায়ক সুব্রত মণ্ডলের। মেজাজ হারিয়ে হুঁশিয়ারিও দিলেন মন্ত্রী বঙ্কিম হাজরা। কোনও বাজে কথা বললে কারও রেহাই নেই, হুঁশিয়ারি বঙ্কিমের। গোসাবা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বঙ্কিম হাজরা, সুব্রত মণ্ডল ও প্রতিমা মণ্ডল। সুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় তৃণমূল বুথ সহ-সভাপতির। অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে দল, জবাব বিধায়ক সুব্রত মণ্ডলের।