West Bengal News: এদেশি বাবার বাংলাদেশি ছেলে! চাঞ্চল্যকর অভিযোগ বাগদা বয়রা গ্রাম পঞ্চায়েতের BJPনেতার
ABP Ananda Live: এদেশি বাবার বাংলাদেশি ছেলে! চাঞ্চল্যকর অভিযোগ উত্তর ২৪ পরগনার বাগদায় অভিযোগ তুলেছেন বয়রা গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা। অভিযোগ, বাংলাদেশের যুবক রকি মণ্ডল বেআইনিভাবে ভারতে ঢুকেছিল । এরপর বাগদার বাসিন্দা আয়েব মণ্ডলকে বাবা সাজিয়ে ভারতের ভোটার-আধার বানিয়ে ফেলার অভিযোগ। এমনকী ভারতীয় পাসপোর্টও বানিয়ে ফেলার অভিযোগ বাংলাদেশের যুবক রকি মণ্ডলের বিরুদ্ধে। মৃত আয়েব মণ্ডলের পুত্রবধূর দাবি, পরিচয়পত্র জালিয়াতির কথা জানতেন না।বিজেপি নেতার অভিযোগ, টাকার বিনিময়ে তৃণমূল নেতারাই বাংলাদেশিদের ভোটার, আধার কার্ড পাইয়ে দিচ্ছে। অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।
মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস সব অভিযুক্ত
মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সব অভিযুক্তর রেহাই। মুম্বইয়ের NIA-র বিশেষ আদালত ৭ অভিযুক্তকে রেহাই দিল। ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণে সব অভিযুক্তর মুক্তি। অভিযুক্তর তালিকায় ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তালিকায় ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত। আরেক অভিযুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়। ২০০৮-এর ২৯ সেপ্টেম্বর মোটরবাইকে রাখা দুটি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মালেগাঁও। বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়, জখম হন শতাধিক। ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসেবে গ্রেফতার হয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। জামিন পাওয়ার পর মধ্যপ্রদেশের ভোপাল আসনে বিজেপি প্রজ্ঞাকে প্রার্থী করেছিল। এক দশক ধরে চলা মামলায় ৩২৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


















