WB News: 'আপনি সই করবেন না কেন? আপনি চোখ বন্ধ করে...' মন্তব্য ক্যানিং হাসপাতালের সুপারের
ABP Ananda Live : হাসপাতালে ঢুকে শাসকের শাসানি। দিনহাটা মহকুমা হাসপাতালের এই ছবি ফের একবার মনে করায় থ্রেট কালচারের কথা। একবার আবার দেখা যাচ্ছে এক ছবি। ক্যানিং মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের অভিযোগ তৃণমূলের এক পঞ্চায়েতের সদস্য দলবল নিয়ে এসে প্রাণনাশের হুমকি দেন। দিনহাটার পর এবার ক্যানিং, হাসপাতালেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি! বহিরাগতদের সঙ্গে এনে হাসপাতালেই খুনের হুমকি দেওয়ার অভিযোগ! ডিউটি করতে নিরাপত্তাহীনতা, CMOH-কে চিঠি অ্যাসিস্ট্যান্ট সুপারের। কাজে না এলেও দেখানো যাবে না হাজিরা খাতায় একজনের ডিউটি অন্য করলেও, না দেখাতে হুমকি দেওয়ার অভিযোগ। 'বেতনের বিলেও চোখ বন্ধ করে সই করে দেওয়ার দাবিতে হুমকি'। রোগীর না লাগলেও ওয়ার্ডে আয়া ঢুকতে দেওয়ার দাবিতে হুমকির অভিযোগ। সৎভাবে ডিউটি করতে কী করণীয়? CMOH-এর কাছে জানতে চেয়ে চিঠি।'অভিযোগ একটা পেয়েছি, খতিয়ে দেখা হচ্ছে, কি ঘটেছে খোঁজ নেওয়া হচ্ছে'। প্রতিক্রিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতির।