WB News : গুলি চালিয়ে চম্পট বন্দির, পাল্টা অ্যাকশন কেন নিল না পুলিশ? গোয়ালপোখর কাণ্ডে উঠছে প্রশ্ন
ABP Ananda LIVE : ABP Ananda LIVE : গোয়ালপোখরে পুলিশকে গুলি করে চম্পট, এখনও অধরা আসামি। ২৪ ঘণ্টা পরও এখনও কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। হেফাজতে থাকা বন্দির কাছে অস্ত্র এল কীভাবে? কোথায় নজরদারি? এখনও অধরা ২০১৮-র খুনের মামলার আসামি সাজ্জাক আলম। সাজ্জাক আলম ও তার সহযোগী আব্দুল হুসেনের নামে পুরস্কার ঘোষণা। ২ জনের ছবি দিয়ে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের। ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় চম্পট দেয় আসামি। পুলিশকে করে গুলি করে চম্পট দেয় সাজ্জাক আলম। 'গতকাল ইসলামপুর কোর্টে সাজ্জাকের সঙ্গে দেখা করতে আসে আব্দুল'। 'জেলেই সাজ্জাক আলমের সঙ্গে আব্দুল হুসেনের পরিচয়'। 'বাংলাদেশের নাগরিক আব্দুল হুসেনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ'। '২ বছরের সাজার পর আব্দুলকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ'। 'সেই আব্দুলই গতকাল কোর্টে গিয়ে দেখা করে সাজ্জাকের সঙ্গে'। 'কোর্ট লকআপে দেখা করার সময় সাজ্জাকের হাতে অস্ত্র তুলে দেয় আব্দুল'। কম্বলে সেই অস্ত্র লুকিয়ে রেখেছিল সাজ্জাক, খবর পুলিশ সূত্রে। গোয়ালপোখর কাণ্ডে বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা প্রশ্ন ১: কেন প্রিজন ভ্যানের বদলে বাস ব্যবহার? প্রশ্ন ২: কেন একজন বন্দির কথায় বাস থামাল পুলিশ? প্রশ্ন ৩: গুলি চালিয়ে চম্পট বন্দির, পাল্টা অ্যাকশন কেন নিল না পুলিশ? প্রশ্ন ৪: কীভাবে বিচারাধীন বন্দির হাতে অস্ত্র? কোথায় নজরদারি? প্রশ্ন ৫: সব প্রোটোকল কি মানা হয়েছিল?




















