West Bengal News: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল
ABP Ananda LIVE : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি ও কর্তব্যে গাফিলতির অভিযোগ। ২৫ অগাস্ট গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ছিল। উপাচার্য সমাবর্তন আয়োজন করতে না পারায় তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ।
মালদার হবিবপুুর, নদিয়ার পলাশিপাড়ার পর এবার বাঁকুড়ার বেলিয়াতোড়, ফের শিক্ষাঙ্গনে তৃণমূল নেতার 'দাদাগিরি'
মালদার হবিবপুুর, নদিয়ার পলাশিপাড়ার পর এবার বাঁকুড়ার বেলিয়াতোড়। ফের শিক্ষাঙ্গনে তৃণমূল নেতার 'দাদাগিরি'। কলেজের পরিচালন সমিতির বৈঠকে দুই অধ্যাপককে শাসানোর অভিযোগ। অধ্যাপকদের শাসানোর অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ২৬ মার্চের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। গত ৩ এপ্রিল ই-মেল মারফত বেলিয়াতোড় থানায় অভিযোগ দায়ের করেন দুই অধ্যাপক। দুই অধ্যাপককে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। অধ্যাপকদের দাবি, বেলিয়াতোড় থানা প্রথমে অভিযোগ নিতে চায়নি। এরপর পুলিশ সুপারের কাছে জানালে নড়েচড়ে বসে পুলিশ।


















