Hooghly News : জয়েন্ট বিডিও-র নাম করে আবাস যোজনায় কাটমানি চাওয়ার অভিযোগ পাঁশকুড়ায়
ABP Ananda LIVE : খোদ জয়েন্ট বিডিও-র নাম করে আবাস যোজনায় কাটমানি চাওয়ার অভিযোগ পাঁশকুড়ায়। থানার দ্বারস্থ হয়েছেন পাঁশকুড়ার বিডিও। অভিযোগ, আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জয়েন্ট বিডিওর নামে ফোনে টাকা চাওয়া হচ্ছে। ১০-১২ জনকে ফোন করে কাটমানি চাওয়া হয়েছে বলে ব্লক প্রশাসনের অভিযোগ। পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির কটাক্ষ, প্রশাসনের নাম জড়িয়ে কাটমানি চাওয়ার নতুন কৌশল নিয়েছে তৃণমূল। ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি করেছে শাসকদল।
পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার, প্রতিবাদে আজ কলকাতায় বাংলাদেশ দূতাবাস অভিযানের ডাক বিজেপির। বাংলাদেশে সংখ্য়ালঘুদের ওপর বেলাগাম হামলার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ জানান বিজেপির বিধায়করা।আজ বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও করবে বিজেপির বিধায়করা। বৃস্পতিবার শিয়ালদহ থেকে হিন্দু জাগরণ মঞ্চ মিছিল ও সভা করবে। রবিবার পর্যন্ত দেখে নিয়ে সোমবার থেকে সীমান্ত অবরুদ্ধ করবেন সনাতনীরা। রাষ্ট্রদ্রোহের অভিযোগ, চিন্ময় দাসের জামিনের আবেদন খারিজ। চট্টগ্রাম কোর্টে বাংলাদেশি সংখ্যালঘুদের বিক্ষোভ, ১ আইনজীবীর মৃত্যু। ঢাকায় ইসকনের সন্ন্যাসী গ্রেফতার, প্রতিবাদে ভারতের। বন্ধ হোক হিনদুদের উপর লাগাতার হামলা, হামলকারীরা ঘুরে বেড়াচ্ছে বলে কড়া বার্তা। রাতে চট্টগ্রামের সখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলার অভিযোগ জামাত নেতা ও কর্মীদের বিরুদ্ধে। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর-গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ। বাংলাদেশের নিরাপত্তাবাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ, মৃত ১ আইনজীবী, বাংলাদেশের প্রথম আলো সংবাদপত্র সূত্রে খবর। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে আনলে মৃত বলে ঘোষণা।