Tab Scam: দিকে দিকে ট্যাব কেলেঙ্কারি, এবার নাম উঠে এল শাসক দলের নেতার ছেলের
ABP Ananda Live: ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়াল তৃণমূল নেতার ছেলের। মালদার বৈষ্ণবনগরে ধৃত শ্রবণ সরকারের বাবা কালিয়াচক ৩ নম্বরে তৃণমূল SC সেলের ব্লক সভাপতি।
আরও খবর, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গায়েব। খড়ার শ্রীঅরবিন্দ বিদ্যামন্দিরের একাদশ-দ্বাদশ শ্রেণির ২৫৯ জন পড়ুয়ার মধ্যে ৪৬ জনের ট্যাবের টাকা চলে গেছে অন্যের অ্যাকাউন্টে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, এর মধ্যে ২২ জন পড়ুয়ার টাকা তুলেও নিয়েছে প্রতারকরা। চারজনের টাকা উদ্ধার হয়েছে। ব্যাঙ্কের সঙ্গে কথা বলে বাকি ২০ জন পড়ুয়ার অ্যাকাউন্ট হোল্ড করিয়ে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ টাকাই গেছে উত্তর দিনাজপুর, মালদা, শিলিগুড়িতে। সাইবার ক্রাইম ও বিদ্যালয় জেলা পরিদর্শকের অফিসে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ।
নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার বিখ্যাত সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী। পকসো আইনে মামলা রুজু হয়েছে তাঁর নামে।