West Bengal News : ছাত্র ধর্মঘটের সময় পুলিশি 'অত্যাচার', জোড়া মামলায় SIT
ABP Ananda LIVE : ছাত্র ধর্মঘটের সময় পুলিশি 'অত্যাচার', জোড়া মামলায় SIT। DSO, SFI নেত্রীর উপর হামলার অভিযোগে মামলা। SIT এর সদস্য করা হবেন, সেটা ঠিক করবেন মুরলীধর শর্মা। জোড়া মামলার শুনানি হবে মেদিনীপুরের বিশেষ আদালতে। পুলিশি অত্যাচারের অভিযোগে মামলায় নির্দেশ হাইকোর্টের।
SSC Case : 'যোগ্য না অযোগ্য, কী হিসেবে স্কুলে ফেরত যাব ?', শিক্ষামন্ত্রীকে পাল্টা চাকরিহারারা
'মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পাশে রয়েছেন''বিষয়টা এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন''দ্রুত আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি''এ বিষয়ে এখনও আইনি প্রক্রিয়া চালু রয়েছে'বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু'এমন কিছু করা উচিত নয়, যা রিভিউ পিটিশনকে দুর্বল করে'। 'শিক্ষকদের অবিলম্বে কাজে যোগ দিতে অনুরোধ করছি'। 'মধ্যশিক্ষা পর্ষদকে ঘেরাও করা হয়েছে'। 'এসএসসি আপনাদের স্বার্থেই কাজ করছে'। 'আমাদের আমাদের কাজ করতে দিন, আপনারা আপনাদের কাজ করুন'। আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের বার্তা ব্রাত্য বসুর। 'সুপ্রিম কোর্ট আমাদের তালিকা প্রকাশ করতে বলেনি'। 'সুপ্রিম কোর্টের নির্দেশেও এমন কোনও কথা লেখা নেই'। বললেন ব্রাত্য বসু। 'তালিকা এসএসসি শিক্ষা দফতরকে দিতে পারে'। 'সেই অনুযায়ী শিক্ষা দফতর কাজ করতে পারে'। 'এমন কোনও আচরণ করা উচিত নয়, যেটা রিভিউ পিটিশনকে দুর্বল করতে পারে'। 'যোগ্য না অযোগ্য, কী হিসেবে স্কুলে ফেরত যাব ?', শিক্ষামন্ত্রীকে পাল্টা চাকরিহারারা



















