WB News: স্বামীর সামনেই মহিলাকে শারীরিক নির্যাতনের অভিযোগ কল্যাণীতে I শিরোনামে বর্ধমানও
ABP Ananda Live: বিচারের দাবিতে ৮০ দিন পার। সিবিআইয়ের ওপর চাপ বাড়িয়ে এবার মশাল হাতে অভয়া মঞ্চের সিজিও অভিযান। ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে হাইকোর্টে সন্দীপ ঘোষ। টাকা তুলতে দিলে তদন্তে ক্ষতি হতে পারে বলে আর জি করের প্রাক্তন অধ্য়ক্ষের আবেদনে সায় দিল না সিবিআই। আর জি কর আবহেই এবার কল্যাণীতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। স্বামীকে আটকে রেখেই স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ। গ্রেফতার ৮। কল্যাণীর পর বর্ধমান, ফের রাজ্যে গণধর্ষণের অভিযোগ। প্রেমিককে আটকে রেখে তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেফতার ৫। ধৃতদের ৭দিনের পুলিশ হেফাজত। আরামবাগে দোকানের মধ্যেই ধর্ষণের অভিযোগ! ভুল বুঝিয়ে ডাক্তারের চেম্বার থেকে দোকানে নিয়ে গিয়ে মহিলার ওপর অত্যাচার। গ্রেফতার অভিযুক্ত। সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে তন্ময় ভট্টাচার্যকে ৩ ঘণ্টা পুলিশি জিজ্ঞাসাবাদ। ৬ নভেম্বর ফের বরানগর থানায় তলব। ক্যানিংয়ে চাঁদার জুলুমে অভিযুক্তকে ছাড়াতে থানায় তাণ্ডব? পুলিশ পেটানোয় অভিযুক্ত বিধায়ক ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা। ফুটেজে কিছুই মেলেনি, দাবি পুলিশের।