WB News: ফের রাজ্যে NIA-র অভিযান, মধ্যমগ্রাম ও পেট্রাপোল সীমান্তে অভিযান
ABP Ananda LIVE : ফের রাজ্যে NIA-র অভিযান, মধ্যমগ্রাম ও পেট্রাপোল সীমান্তে অভিযান। মানব পাচার মামলায় NIA-র ওড়িশার একটি দল ও বেঙ্গল STF এর যৌথ হানা। বনগাঁর জয়ন্তীপুরে মুদ্রা বিনিময় ব্যবসায়ী আমির আলি শেখের বাড়িতে তল্লাশি। মধ্যমগ্রামে এক মহিলার বাড়িতেও তল্লাশি NIA ও বেঙ্গল STF এর। ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়েছে পেট্রাপোল থানায় ।
আরও পড়ুন...
দুর্গাপুজোয় দর্শনার্থীদের সুবিধার্থে হাওড়া ও কলকাতার মধ্যে গভীর রাত পর্যন্ত চলবে ফেরি পরিষেবা
দুর্গা পুজো উপলক্ষে হাওড়া এবং কলকাতার মধ্যে গভীর রাত পর্যন্ত চলবে ফেরি পরিষেবা। হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির ডিরেক্টর অজয় দে জানিয়েছেন রাতে যতক্ষণ পর্যন্ত যাত্রীরা ফেরী ঘাটে থাকবেন ততক্ষণ পর্যন্ত চালানো হবে লঞ্চ। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী গ্রাম থেকে রাতের কলকাতায় ঠাকুর দেখতে আসেন।



















