WB News: পানাগড় বাজারে প্রতিবাদ কর্মসূচিতে মুখোমুখি তৃণমূল-বিজেপি,একে অপরকে দেখে চলল 'চোর' স্লোগান
ABP Ananda LIVE : বিজেপি ও তৃণমূলের একে অপরকে চোর স্লোগান । পানাগড় বাজারে ধুন্ধুমার । পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে নাজেহাল কাঁকসা থানার পুলিশ । কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙার প্রতিবাদে পানাগড় বাজারে প্রতিবাদে নামে তৃণমূল কর্মীরা ভারতীয় সেনা কে অপমান করার অভিযোগে প্রতিবাদ মিছিল করে বিজেপি । পানাগড় বাজারে চৌমাথা মোড়ে মুখোমুখি হয় তৃণমূল ও বিজেপির মিছিল । পরস্পরকে চোর স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীব । স্লোগান পাল্টা স্লোগান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
আরও খবর..
'নিয়োগ দুর্নীতির অঙ্ক ৩ থেকে ৪ হাজার কোটি টাকা', বিস্ফোরক দাবি হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির আইনজীবীর
'নিয়োগ দুর্নীতির অঙ্কটা ৩ থেকে ৪ হাজার কোটি।' SSC-র প্রকাশ করা দাগি তালিকা নিয়ে শোরগোলের মধ্যেই বিস্ফোরক দাবি করলেন হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির আইনজীবী। এত রকমভাবে দুর্নীতি হয়েছে যে 'দাগি' শিক্ষকের সংখ্যাটা কিছুতেই ১৮০৬ হতে পারে না, এবিপি আনন্দে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতির অঙ্ক ৩ থেকে ৪ হাজার কোটি টাকা। দাগি তালিকা নিয়ে তোলপাড়ের আবহে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করলেন হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির আইনজীবী অরুণাভ বন্দ্য়োপাধ্য়ায়। শুধু তাই নয়, SSC ১৮০৬ জনের তালিকা প্রকাশ করলেও, তাঁর দাবি, সংখ্য়াটা আরও বেশি !




















