Saline Contro: 'আমাদের ওপর চাপ থাকে ওই স্যালাইন ব্যবহার করার', বিস্ফোরক মন্তব্য চিকিৎসকের
ABP Ananda Live: গতবছর কর্নাটক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার অনেক আগেও কি, এই RL স্য়ালাইন নিয়ে অভিযোগ পেয়েছিল প্রশাসন? প্রশ্নটা জোরাল করল, আলিপুরদুয়ার জেলা হাসপাতালের প্রাক্তন চিকিৎসক, উদয়ন মিত্র। অভিযোগ, দুহাজার পনেরো সালের এগারোই জুন, আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপারকে তিনি স্যালাইন নিয়ে লিখিত অভিযোগ করার পর, তাঁকে বদলি করে দেওয়া হয়েছিল!
প্রসূতি মৃত্যুতে তোলপাড়, 'সাসপেন্ড ১২জন ডাক্তার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিকে, মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতালের প্রসূতি মৃত্য়ুর ঘটনায়, ছজন সিনিয়র ডাক্তার এবং ছজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করল রাজ্য় সরকার। এই বারোজনের মধ্য়ে আছেন, মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতালের সুপারও। আজ সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী। তিনি দাবি করেছেন, স্বাস্থ্য় দফতর ও CID, দুটো তদন্তেই চিকিৎসকদের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, তাই এই পদক্ষেপ নেওয়া হল। পাশাপাশি এই বারোজন চিকিৎসকদের বিরুদ্ধে আগামীদিনে CID, FIR করবে । যদিও চিকিৎসকদের পাল্টা দাবি, নিষিদ্ধ স্য়ালাইনে প্রসূতি মৃত্য়ু ঘিরে যে বিতর্ক চলছে, তা থেকে নজর ঘোরাতেই এই সাসপেনশনের চক্রান্ত করেছে রাজ্য় সরকার।



















