SSC Job Seekers: আরও বাড়ল মেধার ভিত্তিতে চাকরি পাওয়াদের উদ্বেগ ও উৎকণ্ঠা
ABP Ananda Live: আরও বাড়ল মেধার ভিত্তিতে চাকরি পাওয়াদের উদ্বেগ ও উৎকণ্ঠা! SSC-র ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বলল, ''কাদের চাকরি দুর্নীতি করে হয়েছে, আর কাদের চাকরি স্বচ্ছভাবে হয়েছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি যোগ্য়-অযোগ্য়দের আলাদা করা যায়, তাহলে সেটাই করা উচিত। নাহলে পুরো প্য়ানেলটাই বাতিল করতে হবে।'' SSC-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে, অনেকেই বলছেন, ছাব্বিশ হাজারের মধ্য়ে সবাই তো আর দুর্নীতি করে চাকরি পাননি! তাহলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় কেন যোগ্য় চাকরিপ্রাপকদের ঘাড়ে ফেলা হবে?
তৃণমূলকর্মী খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূলকর্মী জাকির শেখ:
এদিকে, তৃণমূলকর্মী খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত তৃণমূলকর্মী জাকির শেখ। চব্বিশ ঘণ্টা পরে আজও থমথমে মালদার কালিয়াচক। চারদিকে চাপা আতঙ্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যে খুনিদের শাস্তি চাইতেও ভয় পাচ্ছেন নিহত তৃণমূলকর্মীর দাদা! বলছেন, ''শাস্তি চেয়ে কী করব? কালকে আমাকে আবার অ্যাটাক করবে!'' এলাকায় এমনই ভয়ের পরিবেশ, যে চেম্বার খুলতেও সাহস পাচ্ছেন না চিকিৎসকদের কেউ কেউ। খুনিদের ধরতে, স্নিফার ডগ এবং ড্রোন কাজে লাগানো হলেও, এখনও তাদের ধরা যায়নি। অন্য়দিকে মালদার ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।



















