West Bengal। ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর
শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে খণ্ডঘোষে ধুন্ধুমার। মারমুখী জনতার হাত থেকে শিক্ষককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত উর্দি। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক।
দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
জয়ন্তর সাধের ক্লাব সিল করল পুলিশ। গ্রেফতারির ৮ দিন পরেও সমান ঔদ্ধত্য। প্রশ্নের উত্তরে সাংবাদিকদের ধাক্কা জয়ন্ত সিংহের।
প্রাসাদের মতো বাড়ি তুলতে নিয়মের তোয়াক্কা করেননি জয়ন্ত। তাঁরই পুকুরের একাংশ দখল করে তুলেছেন অট্টালিকা, অভিযোগ স্থানীয় বাসিন্দার।
এবার তৃণমূল কাউন্সিলরের মুখে জয়ন্তর অত্যাচারের কাহিনী। চারবছর ধরে ভয়ে শ্রমিক সংগঠনের অফিসেই ঢুকতে পারছেন না, অভিযোগ কামারহাটির তৃণমূল কাউন্সিলরের।
পুলিশের উপস্থিতিতেই মাথাভাঙায় জমি বিবাদে মহিলাকে মারধর স্থানীয় পঞ্চায়েতের উপ প্রধানের ভাইয়ের। ভিডিও ভাইরাল হতেই শোরগোল। গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূলকর্মী।
বাগদায় উপ নির্বাচনের দিন পুলিশের পিস্তল তৃণমূল কর্মীর হাতে! সেলফি তুলে সোশাল মিডিয়ায় আপলোড। ছবি ভাইরাল হতেই শোরগোল। বিভাগীয় তদন্তের আশ্বাস পুলিশের।
সিন্ডিকেট বিবাদে তুলকালাম নিউটাউনে। লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল জ্যাংড়া ২ নম্বর পঞ্চায়েতের সদস্যের। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকির অভিযোগ দলেরই কর্মীদের বিরুদ্ধে।
শাসক-দ্বন্দ্বে নিউটাউনে তুলকালাম
ইডি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন অরবিন্দ কেজরিওয়ালের। যদি সিবিআই মামলার মীমাংসা না হওয়ায় আপাতত জেলবন্দি থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
শহরে ফের অগ্নিকাণ্ড। নাগেরবাজারের কাছে গেঞ্জি ও আইসক্রিমের কারখানায় বিস্ফোরণের পর আগুন। ঘন জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক। আগুন নেভাতে লড়াই ২০টি ইঞ্জিনের।