Weather News: আগামী ২৪ ঘণ্টায় তুমুল বৃষ্টি কলকাতায় ! কী জানাচ্ছে আবহাওয়া দফতর ? | ABP ANANDA LIVE
ABP Ananda LIVE: গত ৫ বছরের মধ্যে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে চলতি মাসে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা আক্রমণে আগামী ২৪ ঘণ্টায় ফের ভারী বৃষ্টি হতে পারে দুই বঙ্গে। লাগাতার বৃষ্টির মধ্যে সকালে ভয়াবহ ধস নামে কালিম্পঙের তারখোলায় ১০ নম্বর জাতীয় সড়কে। যার ফলে, কালিম্পং-এর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শিলিগুড়ি ও দার্জিলিং-এর সড়ক যোগাযোগ।
আরও খবর...
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় আবাসিক স্কুলের আদিবাসী ছাত্রীর রহস্যমৃত্যু। হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, সহপাঠী এবং সিনিয়দের অত্যাচারে এই সিদ্ধান্ত। সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, এ ব্যাপারে ছাত্রীর তরফে কোনও অভিযোগ করা হয়নি।
পরিবারের দাবি, সহপাঠী এবং সিনিয়দের অত্যাচারে এই সিদ্ধান্ত। সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, এ ব্যাপারে ছাত্রীর তরফে কোনও অভিযোগ করা হয়নি। আবাসিক স্কুলের হস্টেলে একাদশ শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে রহস্য। সোমবার হস্টেলের শৌচাগারে মেলে ঝুলন্ত দেহ।সঠিক তদন্তের দাবিতে হস্টেলের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ওই আদিবাসী ছাত্রীর বাড়ি খড়গপুরে। নবম শ্রেণি থেকে পূর্ব মেদিনীপুরের আবাসিক স্কুলে পড়াশোনা করত ওই কিশোরী। বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী হস্টেলে থাকত।




















