Weather Update: কলকাতা-সহ ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বজ্রপাতে মৃত ২ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কলকাতা-সহ ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। শেষ দফা ভোট ও গণনার দিনেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আজ উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি। বড়জোড়ায় বাজ পড়ে মৃত দম্পতি।
কাল সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে ভোট। DCRC কেন্দ্রগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ভোটকর্মীরা এসে পৌঁছচ্ছেন। কাল ভোট রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ডহারবার, মথুরাপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে। মোট ১৭ হাজার ৪৭০টি বুথে ভোটগ্রহণ হবে কাল। যার মধ্যে ৩ হাজার ৭৪৮টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সপ্তম দফার নির্বাচনে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে।
আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা-সহ ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
সপ্তম দফার ভোটের দিনেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা ভোটগণনার দিনও
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে
আজ উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে
জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা