Ghatal : জলমগ্ন ঘাটাল, স্ত্রীর মৃতদেহ কলার ভেলায় করে শ্মশানে নিয়ে গেলেন প্রাক্তন কাউন্সিলর
ABP Ananda Live: নাগাড়ে বৃষ্টিতে প্রায় দেড় মাস জলমগ্ন ঘাটাল। স্ত্রীর মৃতদেহ কলার ভেলায় করে শ্মশানে নিয়ে গেলেন প্রাক্তন কাউন্সিলর। ঘাটালের দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই, শোরগোল । তৃণমূলকে কটাক্ষ বিজেপির । 'অহেতুক বিরোধিতা করছে বিজেপি'। 'জল জমে থাকলে কলার ভেলায় দেহ নিয়ে যাওয়াই স্বাভাবিক', দাবি তৃণমূলের। রবিবার ঘাটাল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের স্ত্রী মারা যান। এলাকা জলমগ্ন থাকায় ডিঙির পেছনে কলার ভেলায় বেঁধে মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে হয়।
চরমে আবহাওয়া, প্রবল বৃষ্টির সর্তকতা! ফের ভাসতে চলেছে এই জেলাগুলি, কতদিন চলবে দুর্যোগ?
এখনও শেষ হয়নি দুর্যোগ। বঙ্গের আকাশে এখনও কালো মেঘের আনাগোনা। যখন তখন রোদ আর্দ্রতার বাড়বাড়ন্ত, আবার মুষলধারে বৃষ্টি। এরই মধ্যেই আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই। তবে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ থাকবে আবহাওয়া।পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ঘণ্টায় ৩০ কিমি থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গল ও বুধবারেও বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আজ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।



















