West Midnapore Flood:ভাঙল কংসাবতী নদীর বাঁধ,প্লাবিত ডেবরা ও দাসপুরের বিস্তীর্ণ এলাকা।ABP Ananda Live
কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও দাসপুরের বিস্তীর্ণ এলাকা। ডেবরা ব্লকের বিভিন্ন এলাকায় গতকাল রাত থেকে জল ঢুকতে শুরু করেছে। রাস্তাঘাট জলমগ্ন। বহু বাড়িতে জল ঢুকেছে। একই অবস্থা দাসপুর ১ নম্বর ব্লকে। হোসেনপুর এলাকায় জলের তোড়ে কংসাবতীর বাঁধ ভেঙে যাওয়ায় হু-হু করে জল ঢুকছে। সামাট, রাজনগর-সহ একাধিক এলাকা প্লাবিত। জলবন্দি হয়ে পড়েছেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা।
অন্যদিকে, DVC জল ছাড়ায় বাঁকুড়ার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর, সমিতিমানা, পাণ্ডে পাড়া, ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি, কেনেটিমানা-সহ একাধিক এলাকা জলমগ্ন।কোথাও কোথাও কোমর সমান জল। ভেলায় করে যাতায়াত করতে হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বেশ কিছু মানুষকে আনা হয়েছে রিলিফ সেন্টারে। বন্য়া পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। দুর্গাপুর ব্যারাজ সংলগ্ন বাঁকুড়ার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ায়, আজ পরিদর্শনে যান মন্ত্রী মলয় ঘটক।