RG Kar Medical College: ধর্নামঞ্চে গেলেন মুখ্যমন্ত্রী, জুনিয়র ডাক্তাররাও পৌঁছলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে.. তারপরেও কেন হল না মিটিং?
ধর্নামঞ্চে গিয়ে আলোচনার বার্তা মুখ্যমন্ত্রীর, সাড়া দিলেন জুনিয়র ডাক্তাররা। প্রথমে বৈঠক চেয়ে নবান্নে মেল, সম্মতি মিলতেই, সন্ধেয় কালীঘাটে মুখ্য়মন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে যান তাঁরা। আর নবান্ন নয়...
শনিবারের বারবেলায় প্রথমে আচমকা পৌঁছে গেলেন স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে। আর দুপুরে জুনিয়র চিকিৎসকদের তরফে আলোচনায় বসার ই-মেল পেয়ে, বাড়িতেই জুনিয়র
ডাক্তারদের নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কালীঘাটে বৈঠকের আগে জুনিয়র ডাক্তাররা বুঝিয়ে দিলেন, তাঁরা তাঁদের অবস্থানে অনড়। আন্দোলনরত জুনিয়র ডাক্তার, দেবাশিস হালদার বলছেন, উনি এখানে এসেছেন মানে আজকে আমরা যে এই যে বৃষ্টি ভিজে, রোদে পুড়ে এখানে পড়ে রয়েছি, গত ৩৫ দিন ধরে আমরা যে আন্দোলন চালাচ্ছি সেই আন্দোলন অত্যন্ত ন্যায্য তা যে উনি এসেছেন, তার মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমরা আমাদের পাঁচটা দাবি আমরা এই কালীঘাটে গিয়েই ওনার কানে শুনিয়ে আসতে চাই। এটা আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে, যেটা ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনওভাবে ভয় পাইয়ে আরেকটা পরিবহর মতো একটা এন্ডিং দিতে পারবেন আমরা বলতে চাই আমরা কোনওভাবেই এটাকে দ্বিতীয় পরিবহ আন্দোলন হতে দেব না।
![Dumdum Decoity: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম। জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠের অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/395b3a722b558dda23dbee4bac1e57911739779203508535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![TMC News : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক ! বিধিনিষেধ ভাঙলেন শাসকদলের বিধায়ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/316423595a8b8772e5d59eca924ab0e71739777385971535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms recovery : কার্তুজকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৬। জালে BBD বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/66b05d82aba11302a785700d41a9e1761739776807207535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bratya Basu: ২৬-এর বিধানসভা ভোটের আগে WEBCUPA-কে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন ব্রাত্য় বসু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/cd41caea01100deb07fb425405aaa4471739775233238967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Birbhum News: অনুব্রত-কাজল গোষ্ঠীর লড়াই অব্যাহত, বীরভূম নিয়ে চিন্তা বাড়ছে শীর্ষ নেতৃত্বের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/21735fb10d6f11d67571c65e2ab271481739774166907967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)