Civil Service Training: UPSC-তে সাফল্যে তরুণ-তরুণীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত প্রশিক্ষণ কেন্দ্র
কারও স্বপ্ন আছে, কিন্তু সামর্থ নেই! অনেকের আবার স্বপ্ন-সামর্থ্য দুটোই আছে, কিন্তু স্মার্ট স্টাডির টেকনিকটা জানা নেই! আবার অনেকে এমনও আছেন, মেধা থাকলেও, শুধু ইংরেজিকে ভয় পেয়ে পরীক্ষা থেকে পিছিয়ে আসছেন! সর্বভারতীয় সিভিল সার্ভিস বা UPSC-তে সাফল্যের দিক দিয়ে বাংলার ছেলেমেয়েদের পিছিয়ে পড়ার নেপথ্য এতদিন এসব কারণকেই দায়ী করতেন বিশেষজ্ঞরা। কিন্তু দিন বদলেছে। এখন বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে, রাজ্য সরকারের তৈরি সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার। এতদিন সল্টলেকের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং সেন্টারে সদ্য IAS, IPS, WBCS অফিসারদের ট্রেনিং হত। ২০১৪ সালে এখানে আলাদা একটা উইং খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম দেওয়া হয়, সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার। উদ্দেশ্য ছিল, বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য প্রস্তুত করে তোলা। বাজেটে এর জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে এই স্টাডি সেন্টারের চেয়ারম্যান পদে রয়েছেন রাজ্যের প্রাক্তন ডিজি তথা রাজ্যের প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থ।