TMC: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপসারিত নেতা-নেত্রীদের নাম প্রার্থী তালিকায় থাকলেও, দেওয়া হল না দলীয় প্রতীক
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অপসারিত নেতা-নেত্রীদের নাম প্রার্থী তালিকায় থাকলেও, তাঁদের দলীয় প্রতীক দেওয়া হল না। জোড়া ফুলের পরির্বতে কাঁথির মারিশদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুনুরানি মণ্ডল গ্রাম সংসদের আসনে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন আম চিহ্নে। অন্যদিকে, কাঁথি ২ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে দুটি পাতা ও একটি কুঁড়ির প্রতীক নিয়ে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন অঞ্চল সভাপতি গৌতম মিশ্র। আশ্চর্যজনকভাবে এই দুটি আসনে তৃণমূল কোনও প্রার্থী দেয়নি। গত ৩ ডিসেম্বর, কাঁথিতে গিয়ে দুর্নীতির অভিযোগে দলের এই দুই নেতা-নেত্রীকে পদত্যাগের নির্দেশ দেন অভিষেক। এরপরও এই ২ জনের নাম ছিল তৃণমূলের প্রার্থী তালিকায়।






















