আনন্দ লাইভ: শীলভদ্র দত্তের গাড়ি লক্ষ্য় করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ভোটের আগে উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল। খড়দা বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী শীলভদ্র দত্তের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। চায়ের দোকানে বসে থাকার সময় বোমাবাজি করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়েতে অবরোধ। অবরোধ করেন বিজেপি কর্মীরা। বর্তমানে রহড়া থানার সামনে অবস্থান বিক্ষোভে করছেন বিজেপি কর্মীরা। সেখানে প্রার্থী শীলভদ্র দত্তও রয়েছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
শীলভদ্র দত্ত বলেন, "আমার এক সহকর্মী বলেছিলেন প্রসেনজিৎ সাহা নামে এক দুষ্কৃতী দলবল নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। প্রসেনজিৎ সাহা তৃণমূল প্রার্থী কাজল সিন্হার খুব কাছের লোক। বেশ কিছুদিন ধরেই গোলমাল করছিল। পুলিশকে বারবার জানিয়েছিলাম। পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। বড়বাগান অঞ্চলে আমি কর্মীদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। কথা বলার আগেই আমি চায়ের দোকানে চা খেতে যাই। তখনই বোমাবাজির ঘটনা ঘটে।"
পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায় বলেন, "পূর্বেও এই ধরনের ঘটনা ঘটেছে। তাতে দেখা গেছে ঘটনাগুলির সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তদন্তে প্রকৃত তথ্য উঠে আসবে।"