আনন্দ লাইভ: নন্দীগ্রামে Mamata Banerjee-র সামনেই 'জয় শ্রীরাম'
নন্দীগ্রামে (Nandigram) মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) সামনে দফায় দফায় 'জয় শ্রীরাম' স্লোগান দিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। আর সব জায়গাতেই পরিস্থিতি সামাল দেন নিরাপত্তারক্ষীরা। মমতা বন্দ্য়োপাধ্যায়ের অভিযোগ, এই বিক্ষোভ বহিরাগতদের। যা দেখেও দেখছে না পুলিশ।
অন্যদিকে, আমগাছিয়ায় 'আক্রান্ত' বিজেপি। আমগাছিয়ায় বিজেপির উপর হামলার অভিযোগ উঠেছে। প্রতিবাদে পথ অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা।
ভোটের মুখে এবার বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ তেতে উঠল নন্দীগ্রাম। শুধু গণধর্ষণই নয় মহিলাকে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। হলদিয়া মহিলা থানায় অভিযোগ দায়ের। আর হাইভোল্টেজ ভোটের আগে এই নিয়ে তরজা তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) বিরুদ্ধে।






















