এক্সপ্লোর
Panchayat Election: ফলতায় একটাও গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে প্রার্থীই দিতে পারল না বিরোধীরা
WB Panchayat Election: একবারে একশোয় একশো! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারের (Dimond harbour) অন্তর্গত ফলতা বিধানসভা এলাকায় একটাও গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে প্রার্থীই দিতে পারল না বিরোধীরা। বজবজ (Budge Budge) এক নম্বর ব্লকের সব আসনেও একেবারে নিরঙ্কুশ জয় পেল শাসকদল (TMC)। অন্যদিকে বিনা ভোটে জয়ের পর এবার শাসনে পঞ্চায়েতের বিজয় মিছিল বের করল তৃণমূল! এ নিয়ে শুরু হয়েছে তরজা।
আরও দেখুন






















