এক্সপ্লোর
Assembly Election : পাঁচ রাজ্য়ের বিধানসভা নির্বাচন ভোটাররা কী ভাবছেন ? কী উঠে এল সমীক্ষায় ? ABP Ananda Live
তিনদিন পরই শুরু হয়ে যাচ্ছে পাঁচ রাজ্য়ের বিধানসভা ভোট (Assembly Election)। লোকসভা ভোটের আগে এই পাঁচ রাজ্য়ের ভোটকে সেমিফাইনাল হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। কিন্তু, এই রাজ্য়গুলির ভোটাররা কী ভাবছেন? তার আভাস পেতে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। দেখে নেব, কী উঠে এসেছে সেই সমীক্ষায়।
আরও দেখুন






















