এক্সপ্লোর
Panchayat Poll 2023: দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিমানের সুর বাদুড়িয়ার তৃণমূল বিধায়কের
পঞ্চায়েত ভোটে প্রার্থীতালিকায় ঠাঁই হয়নি তৃণমূল বিধায়কের মনোনীতদের! দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিমানের সুর বাদুড়িয়ার তৃণমূল বিধায়কের। 'দল যাঁদের প্রার্থী করেছে, সেই সম্পর্কে কিছু জানায়নি'। '২০২১-এর সঙ্কটের সময় যাঁরা পাশে ছিল তাঁদের প্রার্থী করলে ভাল হত'। 'তাঁদের প্রার্থী না করলে মানুষ বিচার করবে'। দলের পাশে আছি বলেও বার্তা বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক আব্দুর রহিম কাজির।
আরও দেখুন






















