WB Election 2021: প্রথম দু'দফার ১৩ জনের প্রার্থীতালিকা প্রকাশ কংগ্রেসের
বামেদের পর প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেসও (Congress Candidate List)। শনিবার ১৩ জনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে কংগ্রেস (Congress)। প্রকাশিত তালিকা অনুযায়ী, পাথরপ্রতিমায় কংগ্রেস প্রার্থী সুখদেব বেরা। কাকদ্বীপে কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল রাউত। ময়নায় কংগ্রেস প্রার্থী মানিক ভৌমিক। ভগবানপুরে কংগ্রেস প্রার্থী শিউ মাইতি। প্রকাশিত তালিকা অনুযায়ী, এগরায় কংগ্রেস প্রার্থী মানসকুমার কর মহাপাত্র। খড়গপুর সদরে কংগ্রেস প্রার্থী সমীর রায়। সবংয়ে কংগ্রেস প্রার্থী চিরঞ্জীব ভৌমিক। বলরামপুরে কংগ্রেস প্রার্থী উত্তম বন্দ্যোপাধ্যায়। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাঘমুণ্ডিতে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। পুরুলিয়ায় কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় কংগ্রেস প্রার্থী রাধারানি বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুরে কংগ্রেস প্রার্থী দেবু চট্টোপাধ্যায়। কোতুলপুরে কংগ্রেস প্রার্থী অক্ষয় সাঁতরা। অন্যদিকে আজ প্রথম দু’দফার ৬০টি আসনের মধ্যে ৫৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য, নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাদ্যায়ের বিরুদ্ধে ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে দাঁড় করাল বিজেপি। ডেবরায় লড়াই দুই প্রাক্তন আইপিএসের। ডেবরা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। ময়না কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সংগ্রাম দলুই। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী থেকে আসানসোল দক্ষিণে সায়নী ঘোষ, বাঁকুড়ায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক। তৃণমূলের প্রার্থী হয়েছেন সবাই। কিন্তু তাঁদের নিয়ে দলের অন্দর থেকেই উঠে আসছে ক্ষোভের সুর। জুড়ে দেওয়া হচ্ছে বহিরাগত তকমা। তবে দ্রুত অসন্তোষ মিটবে বলে আশাবাদী তৃণমূলের তারকা প্রার্থীরা। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে, পরিচালক রাজ চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল। তা নিয়েই প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের একাংশের ক্ষোভ। ব্যারাকপুরের তৃণমূল নেতা তথা পুরসভার প্রশাসক উত্তম দাস বলেন, বারবার বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছে। সেই অভিজ্ঞতা ভাল নয়। রাজ নিজে অবশ্য আশাবাদী, মতবিরোধ মিটিয়ে, সবপক্ষকে একত্রিত করে তাঁর প্রচারে নামাতে পারবেন। বললেন, আমি গিয়ে মিটিয়ে নেব। তারকা প্রার্থী নিয়ে ক্ষোভ-বিক্ষোভ বাঁকুড়াতেও। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে এবার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। যার পরেই ক্ষোভ চেপে রাখতে পারেননি এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক শম্পা দরিপা। বলেছেন, বাংলার মেয়েকে সবাই চায়, এখানে বাঁকুড়ার মেয়েকেই সবাই চায়, তাহলে বাইরে থেকে প্রার্থী আনা হচ্ছে কেন?