Delhi election result 2025: ঐতিহাসিক জয় বিজেপির, ২৭ বছর পর রাজধানীতে ফুটছে পদ্ম
ABP Ananda Live: ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি। সন্ধে ৭টা বেজে ৪৫ মিনিটে বিজেপি-র সদর দফতরে যাবেন নরেন্দ্র মোদি। দিল্লিতে পদ্মঝড়ে উড়ল আপের ঝাড়ু, ২৭ বছর পর দিল্লি দখলের পথে বিজেপি । গতবারের তুলনায় ৫ গুণেরও বেশি আসন বাড়াচ্ছে বিজেপি। আগের বারের তুলনায় আপের আসন কমে অর্ধেক।
ক্ষমতায় থাকতে রাজনীতিতে আসিনি, বিরোধী হিসেবেও মানুষের সেবা করবে AAP, হারের পর বললেন কেজরিওয়াল
আশাকরি বিজেপি প্রতিশ্রুতি পালন করবে। বিজেপি-কে অভিনন্দন। আমরা বিরোধী দলের ভূমিকা পালন করব। সুখে-দুঃখে মানুষের পাশে থাকব। ক্ষমতার লোভে রাজীনতিতে আসিনি। মানুষের সেবা করতে এসেছিলাম। আগামী দিনেও মানুষের সেবা করব। দলের সব কর্মী, সমর্থককে অভিনন্দন। অনেক পরিশ্রম করেছেন সকলে। ভাল লড়াই করেছেন: কেজরিওয়াল।






















