District Top News: নিমতায় BJP কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যুকে ঘিরে বিতর্ক, বাগযুদ্ধে অমিত-মমতা, সঙ্গে আরও খবর
ভোটের আগে নন্দীগ্রামে (Nandigram) তৃণমূলের (TMC) বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গাড়ির উপর হামলা। নন্দীগ্রামে সিপিএম (CPM) প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে (Minakkhi Mukherjee) প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা। পূর্ব বর্ধমানে রঙ খেলাকে কেন্দ্র করে তৃণমূল-বিজপি (BJP) সংঘর্ষ। দুই পক্ষে আহত কয়েকজন হাসপাতালে ভর্তি। মনোনয়ন জমা দেওয়ার আগে পূর্ব বর্ধমানের গলসিতে প্রার্থী বদল করল বিজেপি। তপন বাগদীর জায়গায় নতুন প্রার্থী বিকাশ বিশ্বাস। নিমতায় বিজেপি কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যুকে ঘিরে বিতর্ক। বিজেপির চিকিৎসক প্রার্থীর দেওয়া ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে মারধরজনিত আঘাতকে দায়ী করা হয়েছে। তাঁর মৃত্যুতে তৃণমূলকে কটাক্ষ করে ট্যুইট করলেন অমিত শাহ (Amit Shah) ও জে পি নাড্ডা (JP Nadda)। মিথ্যা কথা বলে ট্যুইট করছেন তাঁরা, দাবি মমতার (Mamata Banerjee)।