এক ঝলকে: রবিবাসরীয় সকালে প্রচার ঝড়ে মাতবে দুই শিবির
বিচ্ছেদ আসন্ন। আজই এগরায় অমিত শাহের (Amit Shah) সভায় বিজেপিতে যোগ দিচ্ছেন বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari)। জানালেন তমলুকে সাংসদ ও ছেলে দিব্যেন্দু অধিকারী। এগরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানালে হেলিপ্য়াডে উপস্থিত থাকবেন বলেও জানান তমলুকের সাংসদ।
হাইভোল্টেজ রবিবার। অমিত শাহ যখন এগরাতে তখন পূর্ব মেদিনীপুরেই নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ এবং নন্দকুমারে সভা তৃণমূল নেত্রীর। ময়না, পাশকুড়া এবং চণ্ডীপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আহত হওয়ার ঘটনার তদন্তভার নিল সিআইডি (CID)। ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবেন গোয়েন্দারা। এতদিন তদন্ত চালাচ্ছিল জেলা পুলিশ।






















