এক ঝলকে: টিটাগড়ে বোমা ফেটে মৃত্যু
ভোটের একদিন আগে খড়দা বিধানসভার টিটাগড়ে ক্লাবঘরে বোমা ফেটে একজনের মৃত্যু। গুরুতর জখম আরও একজন। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল ক্লাবঘরের ছাদ। ভেঙে গেছে দেওয়াল।
টিটাগড়ে যে ক্লাবে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর স্টিলের টিফিন কৌটো। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ বলে জানাল পুলিশ। আজ নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক দল।
ভোটের আগের দিন উত্তর ২৪ পরগনায় আমডাঙায় উদ্ধার বোমা। স্থানীয়দের দাবি, রাতভর বোমাবাজি করে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা। কেন্দ্রীয় বাহিনীর টহলদারির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ভোটের আগে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় বোমাবাজি। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। বোমাবাজির পর ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ। ভোটের আগে কী কারণে বোমাবাজি, খতিয়ে দেখছে পুলিশ।






















