"রাজনৈতিক সুপারি দেওয়া হচ্ছে অফিসারদের", রাজ্যপালের মন্তব্য, সঙ্গে আরও খবর
বীরভূমে রথযাত্রার সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পুজো দিলেন তারাপীঠ মন্দিরে। সঙ্গে ছিলেন বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ। মন্দির কর্তৃপক্ষের তরফে বিজেপি সর্বভারতীয় সভাপতির হাতে তুলে দেওয়া হল মা-তারার ছবি, তারাপীঠের ইতিহাস লেখা একটি বই ও উত্তরীয়। তারাপীঠে পুজো দিয়ে রথযাত্রার সূচনা করেই হুঙ্কার নাড্ডার (JP Nadda)। "নাড্ডার পরিবর্তন যাত্রা ফ্লপ। তারাপীঠে পুজো দিয়েও কিছু করতে পারবে না বিজেপি," খোঁচা অনুব্রত মণ্ডলের। ভেদাভেদের রাজনীতির অভিযোগে বহরমপুরে পাল্টা জবাব মমতার (Mamata Banerjee)। ঝাড়গ্রামের সভায় চেয়ার ফাঁকা। আধঘণ্টা অপেক্ষা করে মঞ্চে না উঠেই ফিরলেন নাড্ডা। কালনার সভা থেকে দলত্যাগীদের হুঁশিয়ারি মমতার। মমতার মন্তব্যের জবাব দিয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। চন্দননগরের সিপির পদ থেকে ইস্তফা দেওয়ার পর তৃণমূলে যোগ দিলেন হুমায়ুন কবীর। হাতে নিলেন জোড়াফুলের পতাকা। "রাজনৈতিক সুপারি হিসাবে নিয়োগ করা হচ্ছে অফিসারদের, ভোটারের নিয়ন্ত্রণ করতে চাইছে পুলিশ-প্রশাসনের কিছু অফিসার," হাওড়ায় একটি সভায় গিয়ে মন্তব্য করেন রাজ্যপাল (Jagdeep Dhankar)। "রাজনৈতিক সুপারি তো পেয়েছেন উনিই", পাল্টা কুণাল ঘোষ।