Dilip Ghosh:কলকাতা এবং লাগোয়া এলাকা জয়ে পূর্ণ শক্তিপ্রয়োগ করবে বিজেপি, হুঙ্কার দিলীপের।ABP Ananda LIVE
কলকাতায় বামেরা কোনওদিন জিততে পারেনি। কংগ্রেসের ভোটব্যাঙ্ক তারপর চলে গিয়েছে তৃণমূলে। এবার কলকাতা এবং তার লাগোয়া এলাকায় জিততে পূর্ণ শক্তিপ্রয়োগ করবে বিজেপি, হুঙ্কার দিলীপ ঘোষের। এদিন ভোট প্রচারে জোড়া রোড শো ও একটি জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বিরাটি থেকে বিমানবন্দর এবং এন্টালি মার্কেট থেকে পার্কসার্কাস পর্যন্ত রোড শো-এর কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। বেহালা চৌরাস্তাতেও জনসভা করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিকে পদ্ম প্রতীক লাগিয়ে প্রধানমন্ত্রী র্যালি করবেন বলে কেন বিজ্ঞাপন দিচ্ছে বিজেপি, প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। আজ কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রীও। শেষ দফা ভোটের আগে আজ ফের বঙ্গে মোদি। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মোদির রোড শো রয়েছে তাঁর। রয়েছে আরও কিছু কর্মসূচি।






















