Locket Chatterjee:হুগলিতে স্ট্রং রুমের সামনে উত্তেজনা, লকেটকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান তৃণমূলের।ABP Ananda LIVE
নিরাপত্তা খতিয়ে দেখতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়ের যাওয়া ঘিরে গতকাল রাতে হুগলিতে স্ট্রং রুমের সামনে উত্তেজনা ছড়াল। লকেট চট্টোপাধ্য়ায়কে গো ব্য়াক স্লোগান তৃণমূলের। পাল্টা জয় শ্রী রাম স্লোগান দেয় বিজেপি কর্মীরা। স্থানীয় এইচআইটি কলেজে স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য় পুলিশের নিরাপত্তা বলয়ে রয়েছে হুগলি লোকসভা কেন্দ্রের ইভিএম। স্ট্রং রুমের পিছনের দিক সুরক্ষিত নয় বলে অভিযোগ তুলে গতকাল সকালে রিটার্নিং অফিসারকে চিঠি লেখেন লকেট চট্টোপাধ্য়ায়। রাতে ইভিএমের সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করে স্ট্রং রুমে পৌঁছে যান বিজেপি প্রার্থী।খবর পেয়ে কলেজের বাইরে জড়ো হন তৃণমূল কর্মীরা। অন্য দিকে, ভোট মিটতেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল বিধায়কের অনুগামী অঞ্চল সভাপতি ও তাঁর ছেলে সহ বেশ কয়েক জনকে মারধরের অভিযোগ ।






















