Lok Sabha Election: প্রিসাইডিং অফিসারকে চড়-থাপ্পড়! 'আমাকে বাঁচান' কাঁদো কাঁদো মুখে, করজোড়ে আর্তি
ভোট শুরুর আগেই লিলুয়া ভারতীয় হাইকুলের ১৭৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠল পোলিং এজেন্টদের বিরুদ্ধে। ফলে ২ ঘণ্টা পেরিয়ে গেলেও এই বুথে ভোটগ্রহণ শুরু হয়নি। কাঁদো কাঁদো মুখে, করজোড়ে হাওড়ার বিজেপি প্রার্থীর কাছে অভিযোগ জানালেন প্রিসাইডিং অফিসার গৌতম মান্না।
অন্যদিকে, উলুবেড়িয়া হাইস্কুলে ভোট দিতে গিয়ে প্রায় একঘণ্টা দাঁড়িয়ে উলুবেড়িয়া লোকসভার বিজেপি প্রার্থী অরুণউদয় পাল চৌধুরী। ২২১ নম্বর বুথে EVM খারাপ থাকায় বিপত্তি, দ্রুত পৌঁছে যান সেক্টর অফিসার, জানাল নির্বাচন কমিশন। আমাকে আটকে রাখার চেষ্টা, ষড়যন্ত্রের অভিযোগ তুললেন উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী। বুথের বাইরে লম্বা লাইন, অসন্তুষ্ট ভোটাররাও।























