Mamata on E-Scooter: 'মুখ্যমন্ত্রীর প্রতিবাদে অভিনবত্ব কিছু নেই', মত Sujan-এর
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিনব প্রতিবাদের সাক্ষী শহর কলকাতা। বৃহস্পতিবার নবান্ন থেকে নিজেই ইলেকট্রিক স্কুটার চালিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও স্কুটারের গতি খুবই কম। মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত এদিন সকালে ইলেকট্রিক স্কুটারে চড়ে নবান্নে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন আসার পথে স্কুটার চালিয়েছিলেন ফিরহাদ হাকিম। এই বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) বক্তব্য, "মুখ্যমন্ত্রীর প্রতিবাদে অভিনবত্ব আছে বলে আমি মনে করি না। আমরা বিধানসভায় বলেছিলাম পেট্রোপণ্য়কে জিএসটির (GST) আওতায় নিয়ে আসার জন্য রাজ্য সরকার চেষ্টা করুক। দুই বছর ধরে রাজ্য সরকার সেই চেষ্টা করেনি। মুখ্য়মন্ত্রী জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান থাকাকালীন এড়িয়ে গেছেন। মূল্যবৃদ্ধির দায় অবশ্যই কেন্দ্রীয় সরকারের। কিন্তু রাজ্য সরকারের যা করা উচিত ছিল রাজ্য সরকার সেটা করেনি।"