JP Nadda in Birbhum: মমতার মাটিরও চিন্তা নেই, মানুষেরও চিন্তা নেই, তারাপীঠে নাড্ডা
‘বাংলার মাটিতে পরিবর্তন যাত্রার দ্বিতীয় পর্যায়ের সূচনা। মমতার রাজত্বে বাংলার সংস্কৃতি বিপদের মুখে। আজ বাংলায় বহিরাগত তকমা দেওয়া হচ্ছে। ভাই-ভাইয়ের মধ্যে লড়াই বাঁধিয়ে দেওয়া হচ্ছে। এই বাংলার পরিবর্তন ঘটিয়ে আসল বাংলা ফেরাতে হবে। বাড়ি বাড়ি গিয়ে বাংলার মানুষকে জাগাবে বিজেপি। পরিবর্তন যাত্রায় প্রত্যেকের বাড়িতে যাবে বিজেপি। অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা। দু’দিন আগে প্রধানমন্ত্রী হলদিয়ায় ৪,৭০০ কোটির প্রকল্প ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাংলায় বদল আসবে। কলকাতা মেট্রো প্রকল্পে ৮৫০০ কোটির বরাদ্দ হয়েছে। জাতীয় সড়ক বাবদ ৭৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। করোনার সময় কেন্দ্র সরকার রেশন পাঠিয়েছে। সেই রেশন গরিব মানুষ পাননি, তৃণমূলের নেতাদের বাড়িতে পাওয়া গেছে। প্রধানমন্ত্রীর হৃদয়ে রয়েছে বাংলা। মমতা এত ভয় কেন পাচ্ছেন? বাংলায় মানব-পাচার সবচেয়ে বেশি হয়। অপরাধ এখন বাংলায় সবচেয়ে বেশি। রাজীব, মুকুলরা সমাজের সেবা করতে চেয়েছিলেন। কিন্তু মমতার মাটিরও চিন্তা নেই, মানুষেরও চিন্তা নেই। এই হল পিসির হাল। পূর্ব মেদিনীপুরে ভাইপো যা বলেছেন তা ভাষায় প্রকাশের নয়। তোলাবাজি আর কাটমানি ছাড়া তৃণমূলে কিছু নেই। ডায়মন্ড হারবার, ভবানীপুরে গিয়ে কি ভুল করেছি? ভাইপো, হাজার বার ডায়মন্ড হারবার যাব। মমতা নিজে কিছু করেন না, সব নকল করেন। মোদিজির প্রকল্পের নাম বদলে রাজ্যের বলে চালাচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়েছে বাংলার আবাস যোজনা। সড়ক যোজনার নামও বদলে দেওয়া হয়েছে। এভাবে মানুষের মন থেকে মোদিজিকে মোছা যাবে না। বাংলায় প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে। বাংলাতেই এখন বাকস্বাধীনতা নেই। আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বাংলার মানুষ বঞ্চিত। বিজেপি ক্ষমতায় এসে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবে। কিষাণ সম্মান নিধির সুবিধা নিচ্ছেন দেশের ১১ কোটি কৃষক। বাংলার ৭৬ হাজার কৃষক কিষাণ সম্মান নিধি থেকে বঞ্চিত।’ তারাপীঠের সভা থেকে তৃণমূলকে আক্রমণ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার।