Election Result: মানুষ দলের নেতৃত্ব কে গ্রহণ করেছে বলেই মানুষ আমার উপর আস্থা রেখেছে: কীর্তি আজাদ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: একুশের পর বাংলার আকাশে ফের একবার উড়ল সবুজ আবির। বর্ধমান - দুর্গাপুর কেন্দ্র থেকে জয় পেলেন তৃণমূলের কীর্তি আজাদ। দিলীপ ঘোষকে বিরাট ব্যাবধানে হারালেন প্রাক্তন ক্রিকেটার। দিলীপ ঘোষ নতুন আসনে হারলেন, আবার মেদিনীপুর আসনও ধরে রাখতে পারল না গেরুয়া শিবির। বর্ধমান-দুর্গাপুর থেকে তৃণমূলের কীর্তি আজাদ জয় পেলেন ১ লক্ষ ৩৭ হাজার ৫৬৪ ভোটে। ২০১৯ এর মেদিনীপুরের জয়ী প্রার্থীকে বর্ধমান-দুর্গাপুরে এনে অ্যাসিড টেস্টের মুখ ফেলেছিল বিজেপি। আত্মবিশ্বাসী ছিলেন দিলীপও। কিন্তু শেষ রক্ষা হল না। যদিও 'অবকি বার ৪০০ পার'-এর নরেন্দ্র মোদির স্লোগান মুখ থুবড়ে পড়েছে। ম্য়াজিক ফিগার ২৭২-ই ছুঁতে পারলেন না নরেন্দ্র মোদি। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্য়র্থ হল মোদি-শাহ জুটি। সরকার গড়ার প্রয়োজনীয় সংখ্য়া পেল NDA ।কিন্তু, শরিকদের 'দাক্ষিণ্য়ের' ওপর ভরসা করে থাকতে হবে নরেন্দ্র মোদিকে। উল্টোদিকে সব হিসাব নিকাশ উল্টেপাল্টে দিয়ে বড়সড় চমক দিল কংগ্রেস নেতৃত্বাধীন INDIA।