এক্সপ্লোর
Loksabha Election 2024: 'নো ভোট টু বিজেপি'র আদলে এবার 'মোদি হঠাও, দেশ বাঁচাও'
'নো ভোট টু বিজেপি'র আদলে এবার 'মোদি হঠাও, দেশ বাঁচাও'। মোদিকে ক্ষমতাচ্যুত করার দাবিতে একজোট বিশিষ্টদের একাংশ। প্রতুল মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, সৈকত মিত্র থেকে পার্থ বন্দ্যোপাধ্যায়। মোদিকে ক্ষমতাচ্যুত করার দাবিতে একজোট বিশিষ্টদের একাংশ। বিজেপিকে যেখানে হারাতে পারবে যে দল, তাকে ভোট দেওয়ার আর্জি। রাজ্যে ভোট কাটাকাটি নয়, তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি বিশিষ্টদের একাংশের। রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি দেশ বাঁচাও গণমঞ্চের গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
নির্বাচন 2025
কী করলে ম্যাপ পয়েন্টিংয়ে ফুল মার্কস ?ক বিভাগ, খ বিভাগেও পাওয়া যায় পুরো নম্বর? মাধ্যমিকের ভূগোলের লাস্ট মিনিট টিপস
আরও দেখুন






















