এক্সপ্লোর
Abhishke Banerjee: 'এখানে বোতাম টিপুন, দিল্লিতে ভূমিকম্প হয়ে যাবে', হুঙ্কার অভিষেকের
ABP Ananda LIVE: 'বিজেপি(BJP) নেত্রী জনসভায় বলেছেন ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার (Lakkhir Bhander) বন্ধ করে দেবে'।'তারপরেও বিজেপি নেতৃত্ব তাঁকে শো-কজ করেনি, দুঃখপ্রকাশ করেনি'। 'তার মানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের কথা তিনি নেতৃত্বের সম্মতিতে বলেছেন'। 'নিজের অধিকার সামনে রেখে ভোট (Lok Sabha Election)দিন'। 'বিজেপি সরকার টাকা আটকে রাখার পরও রাজ্য সরকার আপনাদের টাকা দিয়েছে'। 'এখানে বোতাম টিপুন, দিল্লিতে ভূমিকম্প হয়ে যাবে'। 'বিজেপির ইস্তাহারে লেখা আছে ক্ষমতায় এলে দেশে একবারই নির্বাচন হবে '। 'বিজেপি চাইছে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে'। 'নির্বাচনের ফল বেরোনর দিন পদ্মফুল যেন চোখে সর্ষেফুল দেখে'।
আরও দেখুন






















