Voter Hawa:১ জুনের ভোটের আগে কী ভাবছে ডায়মন্ড হারবার? আঁচ পেতে পৌঁছল এবিপি আনন্দ।ABP Ananda LIVE
শনিবার, ১ জুন, শেষ দফার ভোট। ভোটগ্রহণ হবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও। কী ভাবছেন সেখানকার মানুষ? কোন দিকে ভরসা তাঁদের? 'ভোটের হাওয়া' টের পেতে সেখানে পৌঁছল এবিপি আনন্দ।
ভোটের আরও খবর...
আজ কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। শেষ দফা ভোটের আগে আজ ফের বঙ্গে মোদি। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মোদির রোড শো। নেতাজি মূর্তির পাদদেশ থেকে স্বামী বিবেকানন্দর বাড়িতে যাবেন মোদি। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী। বারাসাত ও যাদবপুর লোকসভা কেন্দ্রে সভা করবেন মোদি। অশোকনগর ও বারুইপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। আজ ভোট প্রচারে জোড়া রোড শো ও একটি জনসভা করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বিরাটি থেকে বিমানবন্দর পর্যন্ত প্রথম রোড শো করবেন তৃণমূলনেত্রী।
এরপর এন্টালি মার্কেট থেকে পার্কসার্কাস পর্যন্ত রোড শো করবেন তিনি। বেহালা চৌরাস্তায় জনসভা করার কথা তৃণমূলনেত্রীর।